রহমতের মাস আমাদের উপর হাজির ! রমাদান হলো রোজা, ইবাদত, দান এবং এই মাসে চেয়ে উত্তম সময় হয়না ভালো কাজগুলো শুরু করার জন্য। আল্লহর প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করুন এবং ৩০ দিন, ৩০টি ভালো কাজের চ্যালেঞ্জের সাথে প্রতিদিন একটি ভালো কাজ করে আল্লাহ্‌র কৃতজ্ঞতা প্রকাশ করি ।

রহমতের ১০ দিন

‘নিশ্চয়ই আল্লাহর রহমত ইহসানকারীদের (অনুগ্রহশীল) নিকটবর্তী।’ (সুরা : আরাফ, আয়াত : ৫৬)


মাগফিরাতের ১০ দিন

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘অপরাধ স্বীকারকারী নিরপরাধ ব্যক্তির মতো।’ (বুখারি, মুসলিম ও তিরমিজি)।