মহামান্বিত রজনীর প্রস্তুতি: লাইলাতুল কদর


হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, “যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন তা রমজনের শেষ দশ রাত্রিতে খোঁজ করে। “(মুসলিম, হাদিস নং : ৮২৩)।

নিঃসন্দেহ আমি এটা ( কুরআন ) অবতারণ করেছি শবে-কদরে। শবে-কদর সমন্ধে আপনি কি জানেন? শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। ( সূরা আল-কদর ১-৫)

আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, আল্লহর রাসূল ( সা.) বলেন “ যে ব্যক্তি ঈমান সহকারে প্রতিদানের আশায় লাইলাতুল ক্বদরে ইবাদত করবে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে।” (সহীহ বুখারী, হাদিস নংঃ ১৯০১)

ইবাদত পরিকল্পনায় যে বিষয়গুলো বিবেচনা করতে হবে:

আল্লাহ্‌ তা’লা আমাদের সবাইকে লাইলাতুল ক্বদর অর্জনের তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থ ও হেফাজতে রাখুক যেনো আমরা সঠিকভাবে আল্লহর ইবাদত করতে পারি।

Copyright © 2023 Mozahidul Islam | Made with Notion